অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ২৯শে পৌষ ১৪৩১


বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ওয়ার্ডব্রিজ স্কুলের অংকন প্রতিযোগিতার আয়োজন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

১৫১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং শিশু ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘ওয়ার্ডব্রিজ স্কুল আর্ট বোনেনজা’ শীর্ষক এক আন্ত:স্কুল অংকন প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ার্ডব্রিজ স্কুল।
শুক্রবার রাজধানীতে স্কুল প্রাঙ্গণে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
বিভিন্ন স্বনামধন্য স্কুল থেকে প্রায় ২৫০ শিক্ষার্থী এই আয়োজনে অংশ গ্রহণের জন্য নিবন্ধন করেছে।
রাজধানীর ধানমন্ডিস্থ ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট’র চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারি অধ্যাপক নাসিমুল খবির এবং শুরের ধারার প্রতœতত্ত্ব বিভাগের অ্যাসিস্ট্যান্ট মডেলার  শামিমা হক এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন।

সুত্র বাসস