অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ভোলায় প্রস্তুতি মূলক সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ১০:৩৩

remove_red_eye

২৭৫



বাংলার কণ্ঠ ডেস্ক : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষার্থে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ভোলা জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
 ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ভোলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলার কন্ঠের স¤পাদক এম হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রমুখ।
সভায় বলা হয়, ইফতার সামগ্রীতে কোন প্রকার রং ব্যবহার করা যাবে না, দুধে পানি মিশানো যাবে না, খাবার ঢেকে রাখা, সুলভ মূল্যে চাল বিক্রি, রমজানের পবিত্রতা রক্ষায় ভেজাল নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে। নির্ধারিত বাজার ধর অনুযায়ী প্রতিদিন পণ্য বিক্রি হয় কিনা সে বিষয়ে বাজার মনিটরিং করা, পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যে মালামাল বিক্রি করা, ইউরিয়া মিশ্রিত মুড়ি বাজারে বিক্রি না করা, ঈদের পোশাক বিক্রেতাদের ক্রয়মূল্যের সংরক্ষণ করা, সবজি বাজারের খুচড়া বিক্রিতাদের ভাউচার সংগ্রহ ও বাজার সিন্ডিকেট না করায় অনুরোধ করেন। এছাড়াও নিন্মমানের খেজুঁর বিক্রি ও গরু মুরগির মাংসর দাম বৃদ্ধি না করার বিষয় উল্লেখ করা হয়।





আরও...