অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ৭ দিন ব্যাপী ভাসমান নৌকায় বিজ্ঞান মেলা শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ১০:১৯

remove_red_eye

৩৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ব্র্যাকের আয়োজনে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ৩টি নৌকায় (তরী) বিজ্ঞান মেলা।  সরকারি বালক স্কুল ও কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ভোলা খালে ভাসমান তরীগুলোতে প্রায় শতাধিক বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ৭ দিনের এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো: বাহাউদ্দীন,  প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শাহ আলী নেওয়াজ চন্দন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ হাফিজুর রজমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু,  ডরপ কর্মকর্তা তরুন কান্তি দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্র্যাক কর্মকর্তারা জানান  শিক্ষাথী বিজ্ঞান, গনিত ও মূল্যবোধ বিষয়ে আগ্রহী করতে তাদের এই বিশেষ আয়োজন।





আরও...