অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল ও মাছ জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ১০:১৫

remove_red_eye

৩৬৮



 মো: ইসমাইল: ভোলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে জাল ও মাছসহ ৪ জেলেকে আটক করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুর ১ টা থেকে রাত ১০ পর্যন্ত তেঁতুলিয়া নদীর হাজিরহাট, ভেলুমিয়া, টেরকার চর ও বাঘমারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এতে ৪ লক্ষ মিটার চরঘেরা জাল, ৭ লক্ষ মিটার কারেন্ট জাল, ৪ লক্ষ মিটার সুতার জাল ও ১ লক্ষ মিটার পাই জাল জব্দ করা হয়েছে।
অপর দিকে সোমবার (১৩ মার্চ) রাত প্রায় ১০ টায়ে দিকে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে একটি বোট (নৌকা) থেকে ৩০০ কেজি পোয়া এবং ৮০ কেজি ইলিশ ও একটি টি বোটসহ ( নৌকাসহ) ০৩ জন মাছ বহনকারি লেবার আটকে করা হয়।
কোস্টগার্ডের দক্ষিণের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন কে এম শাফিউল কিঞ্জল মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান বলেন, তেঁতুলিয়া নদীর হাজিরহাট, ভেলুমিয়া, টেরকার চর ও বাঘমারা এলাকায় অভিযান পরিচালনা করে ৪,০০,০০০ মিটার চরঘেরা জাল, ৭,০০,০০০ মিটার কারেন্ট জাল, ৪,০০,০০০ মিটার সুতার জাল ও ১,০০,০০০ মিটার পাই জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে একটি বোট (নৌকা) থেকে ৩০০ কেজি পোয়া এবং ৮০ কেজি ইলিশ ও একটি টি বোটসহ ( নৌকাসহ) ০৩ জন মাছ বহনকারি লেবার আটকে করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিততে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও গরিব, দুঃস্থদের মাঝে ভিতর করা হয়। পরে আটককৃত বোট (নৌকা)  চালক ও মাছ বহনকারী লেবারদের থেকে মুচলেকা রেখে বোটসহ (নৌকাসহ) তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ, ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়ার থেকে চর রুস্তম পযন্ত ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।





আরও...