অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভেলুমিয়ায় অতিদরীদ্র অপুষ্ট শিশুদের মাঝে সম্পুরক খাদ্য ও নগদ টাকা বিতরন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ রাত ০৮:১০

remove_red_eye

২২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্রী গ্রামে প্রসপারিটি প্রকল্পের পুষ্টি কম্পোনেন্টের আওতায় অতিদরিদ্র অপুষ্ট (স্যাম/ম্যাম) শিশুদের মধ্যে সম্পুরক খাদ্য প্যাকেজ ও নগদ টাকা প্রদান করা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি পুষ্টি প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) খাদ্য গুলো বিতরন করে। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।  (জিজেইউএস) এর পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান আহমদ,  ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাস মাস্টার । শুভেচ্ছা বক্তব্য রাখেন জিজেইউএস এর উপ-সহকারী পরিচালক ডাঃ অরুন কুমার সিংহ।
অনুষ্ঠান পরিচালনা করেন পুষ্টিবিদ মোঃ বাবুল আকতার ।
অনুষ্ঠানে ৬৫জন অপুস্ট শিশুকে  উচ্চমান ও ক্যালরি সমৃদ্ধ পুষ্টিকর খাবার (পুষ্টি খিচুরি ও পুষ্টি হালুয়া) এর জন্য প্রত্যেককে চাল ৬ কেজি, মশুর ডাল ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, আটা ৩ কেজি, আখের গুর ২ কেজি ও রঙিন শাক-শবজি ও মশলা ক্রয় বাবদ নগদ ৮ শত ২৩ টাকা করে প্রদান করা হয়।






আরও...