অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২০ রাত ০২:৫৬

remove_red_eye

৬৬২


তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা বিচ্ছিন্ন চরাঞ্চলের শীতার্থ ১ হাজার ৩শত ৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের তহবিল ও উপজেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়। গতকাল শনিবার দিনভর ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল বিচ্ছিন্ন চর জহির উদ্দিনের, শাজাহান বাজার, নতুন বাজার, বরিশালখাল, হুজুরের খাল, চর  শাওনসহ চরের বিভিন্ন এলাকায় বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, ফাতেমা বেগম সাজু, উপজেলা আ’লীগ সহ-সভাপতি নাজিম উদ্দিন বাবুল প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল জানান, আমাদের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে চরের গরীব, অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসকের তহবিল থেকে ৫শত ও উপজেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে ৮শত ৫০ খানা কম্বল বিতরণ করি।