অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে ভোলা জেলা বিজয়ী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২০ রাত ০২:৫৪

remove_red_eye

৯৭৯



বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাফুফের এর আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ান শীপ টুর্নামেন্টে-২০২০ এর হোম এন্ড এওয়ে পর্যায়ে প্রথম খেলায় জয় পেয়েছে ভোলা জেলা দল।
শনিবার দুপুরে ভোলা জেলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ভোলা জেলা দল ৩-১ গোলের ব্যাবধানে ঝালকাঠি জেলা দলকে পরাজিত করে প্রথম জয় পায়। প্রথমার্ধে ১৫ মিনিটি এর মাথায় ঝালকাঠির শাফিন এর দেয়া গোলে এগিয়ে যায় ঝালকাঠি। তবে সেই লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি ঝালকাঠি জেলা দল। স্বাগতিক ভোলা জেলার পক্ষে  এনাম ও সোহেল এর গোলে লিড পায় ভোলা জেলা দল। দ্বিতীয়ার্ধে শেষ দিকে এনামের ২য় গোলে লিড পায় ভোলা। খেলা শেষ হয় ৩-১ গোলের ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভোলা জেলা। আগামী ২১ জানুয়ারি হোম এন্ড  এওয়ে পদ্ধতিতে  ভোলা জেলা দল ঝালকাঠির জেলা দলের মোকাবেলা করবে।