অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় উৎসব মুখর পরিবেশে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৩ রাত ১০:৩৭

remove_red_eye

২২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় উৎসব মুখর পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে রবিবার বিকালে ভোলা পুলিশ লাইনস মাঠে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জোনের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।  এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী,  জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত ডিআইজি শহিদুল ইসলাম, সিভিল সার্জন কেএম শফিকিজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্তমাহমুদ, ডেপুটি কমান্ডার মো: সফিকুল ইসলাম,  প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান,  সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল মিয়া, রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিকালে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এছাড়া রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।





আরও...