অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা ও দৌলতখানে দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৩ রাত ১০:৩৬

remove_red_eye

২৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা ও দৌলতখানে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। রবিবার সকালে ভোলা প্রেসক্লাবে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এসময় উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক অমিতাভ অপু, সময় টিভির সাংবাদিক নাসির লিটন, এডভোকেট সাংবাদিক মনিরুল ইসলাম, দেশ রূপান্তর পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি হোসাইন সাদী,জিটিভির প্রতিনিধি হেলাল উদ্দিন, চ্যানেল টুয়ান্টিফোরের সাংবাদিক আদিল হোসেন তপুসহ অন্যান্যরা।
 অপর দিকে রবিবার বিকালে দৌলতখান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জাকির হোসেন তালুকদার।
প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিনের সভাপতিত্বে ও সম্পাদক মেহেদী হাসান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল , প্রেসক্লাব কার্যকারী সদস্য গজনবী, আবুল খায়ের, প্রেসক্লাব সহ-সভাপতি জাকির আলম, দপ্তর সম্পাদক তানভীর মৃর্ধা, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মামুন, ক্রিয়া ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব হাসান। দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ডাবলু, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, সাংবাদিক মনিরসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।  





আরও...