অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

২৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্য নিয়ে  ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন করা হয়েছে। আজ শুক্রবার সকালে দিবসটি পালন  উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে  অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।  পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ সহকারী পরিচালক মো: আব্দুর রাজ্জাক, সিপিবি’র উপ পরিচালক আব্দুর রশিদ, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ সাধারণত দুই ধরনের। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্ট দুর্যোগ। অতিতের যে কোন সময়ের চাইতে বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম। দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এই ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।





আরও...