অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪ জেলে আটক নৌকা জাল জব্দ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৩১০

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলা সংলগ্ন  মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে  ১টি বেহেন্দি ও ৫টি মশরি জাল সহ  প্রায় ২ হাজার মিটার অবৈধ  কারেন্ট  জাল ও ২টি নৌকা জব্দ করা হয় ।  
তজুমদ্দিন উপজেলা ফিশারিজ কর্মকর্তা আল আমিন স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতভর  মেঘনা নদীর বিভেন্ন স্থানে তারা অভিযান চালিয়ে বোরহান উদ্দিনের হাসান নগর ইউনিয়ের বাসিন্দা ৪ জেলেকে আটক এবং অবৈধ জাল ও নৌকা জব্দ করা হয়। শুক্রবার সকালে আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মরিয়ম বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ২ জেলেকে ১০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং অপ্রাপ্ত  ২জনকে তাদের অভিবাবকের মুছলেকা রেখে ছেড়ে দেন । এছাড়া জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌকাগুলো মৎস অফিসের হেফাজতে রয়েছে।