অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় গরু পালন করে স্বাবলম্বী এক কিশোর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:২৫

remove_red_eye

১৭২৮

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মোঃ ইউছুফ পন্ডিত নামে ২১ বছরের এক কিশোর ফ্রিজিয়ান গরু পালন করে প্রতিদিন পনেরো টি গরুতে দুধ হয় নব্বই থেকে একশো বিশ লিটার। প্রতি লিটার দুধ বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে। আর এ দুধ বিক্রিতে যে আয় হয় তা দিয়েই চলছে ইউছুফের সংসার। পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর পাতা গ্রামের মৃত মোসলেউদ্দিন পন্ডিতের ছেলে ২১ বছর বয়সের ইউছুফ।
অষ্টম শ্রেণি পর্যন্তু পড়াশোনা করে ধরতে হয়েছে সংসারের হাল। কয়েক বছর অটোরিকশা (বোরাক) চালানোর পর পাশ্ববর্তী এক খামারির পরামর্শে বড় ভগ্নীপতি মোঃ আব্বাস হোসেনের হাত ধরেই উদ্যোগ নেন গরু পালনের।
২০১৫ সালে বরিশাল থেকে আট লক্ষ টাকা দিয়ে চারটি ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করেন। দুই বছরের মাথায় চার গরুতে বাছুরসহ ছয়টি গরুতে পরিনত হয়। বর্তমানে প্রতিদিন তিনি দুধ বিক্রি করে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা আয় করেন। দুধ বিক্রি করে সুখী শান্তিতে সংসারের ভরনপোষন বহন করছেন তিনি। ২১ বছরের সফল এই খামারি জানান, ভোলা শহরে কোন মিল্ক ভিটা না থাকায় কম দামে বিক্রি হচ্ছে দুধ। যদি ভোলা শহরে একটি মিল্ক ভিটা হয়। তাহলে খামারিরা আরো স্বাবলম্বী হবে বলে আশা করছেন ইউছুফ পন্ডিত।