অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় জেলে সম্প্রদায়ের আয় বৃদ্ধি শীর্ষক কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২০ রাত ১২:৪০

remove_red_eye

৮৪৮



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মৎস্য ও মৎস্যজাত পন্য উৎপাদন ও বাজারজাত করনের মাধ্যমে জেলে সম্প্রদায়ের আয় বৃদ্ধি শীর্ষক অবহিত করন কমশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল, খামার ব্যাবস্থাপক এইচ এম জাকির হোসেন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মহা-ব্যাবস্থাপক আবদুল খালেক মিয়া।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবির. অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন, প্রকল্প পরিচিতি তুলে ধরেন সহকারী পরিচালক আনিছুর রহমান টিপু।
অনুষ্ঠানে সাংবাদিক, চরকুকরি মুকরি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাজাহান খোকন, চরপাতিলা ও কচ্ছপিয়া এলাকার বিভিন্ন মৎস্য ব্যাবসায়ী, জেলে ও আড়ৎদার বিভিন্ন এনজিও কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।