অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলা-ঢাকা রুটে দিনে চালু হলো ওয়াটার বাস এ্যাডভেঞ্চার-৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২০ রাত ০২:০৯

remove_red_eye

৭২৮

ভোলা-ঢাকা রুটে দিনের বেলা মাত্র ৪ থেকে ৫ ঘন্টায় গন্তব্যে পৌছার আরো একটি যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে । শুক্রবার সকালে বৃষ্টি , শীত ও  বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসব মুখর পরিবেশে উদ্বোধনের পর ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে  দ্রæতগামী যাত্রীবাহী নৌযান ওয়াটার ভ্যাসেল এ্যাডভেঞ্জার-৫  । সাড়ে ৪ ঘন্টায় এটি ঢাকায় পৌছায়। সকালে  দোয়া ও মিলাদের পর সকাল ৮টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু । উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃইউনুছ, এ্যাডভেঞ্জারের মালিক মোঃ নিজামউদ্দিন , প্রেসক্লাব সম্পাদক অমিতাভঅপুসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
এর আগে গত মাসে একই রুটে চালু হয়  গ্রীণ লাইন-২। আসার অপেক্ষায় আছে কর্ণফুলী-১৪ ।  ভাড়াও কমে যাচ্ছে। কেবিন রাখা নিয়ে দেন দরবারের দিনও শেষ হচ্ছে। এ্যাডভেঞ্জারের নিচতলার চেয়ারসিট ৬শ টাকা। উপরের ভিআইপি চেয়ার ভাড়া ৮শ টাকা। গ্রিণ লাইনে নিচে ৭শ। উপরে এক হাজার। এই রুটে দিনের বেলা চলাচলের জন্য তিনটি নৌযান মালিক পক্ষকে অনুমতি দিয়েছে বিআইডবিøউটিএ।
এ্যাডভেঞ্জারের এমডি মোঃ নিজাম উদ্দিন জানান, তারা এ রুটে শিগগিরই আরো আধুনিক মানের  দ্রæতগামী ওয়াটার ভেসেল লঞ্চ চালু করবেন। যাতে ৪ ঘন্টার কম সময়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারেন, তার ব্যবস্থা করবেন।  গ্রিণ লাইনের মালিকও অবশ্য রোগীদের ক্ষেত্রে ভাড়া না নেয়ার ঘোষনা দেন।


ভোলা-ঢাকা