অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪ | ১লা আশ্বিন ১৪৩১


ফোনের ইন্টারনেট খরচ বাঁচাবেন যেভাবে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

২২৫

স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত কাটানো এখন অনেকের জন্য কঠিনই বটে! সারাক্ষণ সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছেন কিংবা গেমে বুঁদ হয়ে আছেন। তবে শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহার বা গেম খেলার জন্যই যে শুধু স্মার্টফোন ব্যবহার হচ্ছে, তা কিন্তু নয়।

অনলাইন মিটিং, অফিসের জরুরি বার্তা আদান-প্রদান, শিক্ষার্থীদের জরুরি নোট, ক্লাস সবই হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। অনেক সময় দেখা যায় জরুরি কোনো মিটিংয়ে আছেন বা সোশ্যাল মিডিয়ায় হয়তো কাউকে ভুলে কোনো মেসেজ পাঠিয়েছেন, ডিলিট করতে গিয়ে দেখলেন ফোনের ডাটা শেষ। এমন ঝামেলায় হরহামেশাই পড়েন অনেকে।

তবে খুব সহজেই কিন্তু ডাটা খরচ বাঁচানো যায়। অ্যান্ড্রয়েড ফোনের ডেটা সেভার মোড ব্যবহার করে সহজেই ডেটা খরচ কমাতে পারবেন। আসলে ফোন বিভিন্ন তথ্য ও ডেটা সিঙ্কের জন্য সবসময় ডেটা খরচ করতে থাকে। সেই সিঙ্ক বন্ধ করে দেওয়া যায় ডেটা সেভার মোড অপশনে গিয়ে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডাটা সেভার মোড ব্যবহার করবেন-

> আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান।
> নেটওয়ার্ক/সিম/ইন্টারনেট অপশনটি সিলেক্ট করুন।
> সেখান থেকে ডাটা সেভার অপশনে গিয়ে সেটি অন করে দিন।

সূত্র জাগো