অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের সহাসড়কে : এমপি মুকুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০১৯ রাত ০৮:৪৫

remove_red_eye

৫৯৪

আহমেদ শফী,দৌলতখান|| প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। সরকারের উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীরা গুজব সৃষ্টি করে দেশকে অ¯ি’তিশীল করা চেষ্টা করছে। গুজব সৃষ্টিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ভোলা -২ আসনের সাংসদ আলি আজম মুকুল এমপি। দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের আওয়ামিলীগ সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিকাল ৫ টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে এমপি মুকুল বলেন দেশ উন্নতির শিখরে অবস্থান করছে, কোন খাদ্য ঘাটতি নেই, পেয়াজের সাময়িক সংকট তৈরি করেছিলো অসাধু সিন্ডিকেট সরকারের হস্থক্ষেপে তা এখন স্বাভাবিক হওয়া শুরু করেছে। এরি মধ্য আজ খবর পেলাম লবন নিয়ে গুজব সৃষ্টি হচ্ছে অসাধু সিন্ডিকেট সংকট তৈরির চেষ্টা করছে। আমি তাদের কঠোর বার্তা দিতে চাই স্বাধীনতার ৫৮ বছরের ইতিহাসে এবার রেকর্ড পরিমান লবন উৎপাদন হয়েছে বাংলাদেশে, যারা গুজব সৃষ্টির চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা হবে। গুজবেকান না দিতে এবং লবনের দাম যদি কেউ বেসি চায় ৯৯৯ এ ফোন দিয়ে, এবং আইন সৃঙ্গলা বাহিনিকে অবহিত করতে সবার প্রতি আহবান জানান। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেএী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে জাচ্ছে উন্নয়ন শহর ছাড়িয়ে গ্রামে পৌছেগেছে।জননেএীর ঘোষনা গ্রাম হবে শহর তা দৃশ্ব্যমান। জননেএী দেশের মানুষের কথা ভাবে, তিনি দিন রাত পরিশ্রম করছেন এদেশের ১৬ কোটি মানুষের কল্যানে। নিজ অর্থায়নে পদ্মা সেতু,কর্নফুলি টানেল, ৪লেন,৮ লেন রাস্তা, শেখ হাসিনা শরকারের দ্বারাই সম্ভব। হাজার হাজার মানুষের উপস্থিতিতে চরখলিফা ইউপি আওয়ামিলীগ ভারপ্রাপ্তসভাপতি আনোয়ার হোসেন মিলন খান’রসভাপতিত্বে শুভে”ছা বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খান। অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগ সভাপতি নাছির আহম্মদ খান, উপজেলা পরিষধ চেয়ারম্যান মন্জুর আলম খান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মামুনুর রশিদ বাবুল চৌধুরি, হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ভবানিপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, সহ উপজেলা আওয়ামিলীগ নেতৃবৃন্দ।সন্চালন করেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম। দ্বিতিয় অধিবেষনে ৭১সদশ্য বৃশিষ্ট কমিটি ঘোষনা করা হয় কাউন্সিলর ও ডেলিগেট দের সমর্থনে।বিভিন্ন ওর্য়াড থেকে ঢোলবাদ্য, তবলা বাজিয়ে হাজার হাজার কর্মীসমর্থক মিছিল সভায় যোগ দেন।