অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মায়ের পেটে মারামারি করছে যমজ শিশু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৯ রাত ১২:৩৬

remove_red_eye

১১২৫

বাংলার কণ্ঠ ডেস্ক ॥ অনাগত সন্তানকে ঘিরে বাবা-মায়ের আগ্রহের কোনো কমতি থাকে না। গর্ভের সন্তানকে প্রতিনিয়ত দেখার জন্য অস্থির থাকেন মা। সন্তান জন্মের আগ পর্যন্ত সার্বক্ষণিক একজন মাকে যত্নের ভেতর দিয়ে যেতে হয়।

পেটের শিশুর সুস্থতা নিশ্চিত করতে প্রতি মাসেই একবার করে নিয়মমাফিক চেকআপ করতে হয়। এমন চেকআপের সময়ই মায়ের পেটের মধ্যেই মারামারি করতে দেখা গেছে যমজ শিশুকে।

আলট্রাসনোগ্রামে এ আজব ঘটনা দেখে রীতিমত হতবাক হয়ে গেছেন চিকিৎসকরা। জন্মের আগেই কী নিয়ে ঝগড়া বাধল এই দুই সহোদরের? ভিডিওতে দেখা গেছে, রীতিমতো মারপিট করছে ওই যমজ শিশুরা। ঘটনাটি ঘটেছে চীনের ইয়ানচুন এলাকায়।

চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপে গিয়েছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী। চেম্বারে চিকিৎসক তার আলট্রাসনোগ্রাম করেন। সেখানেই দেখা যায়, মায়ের গর্ভেই মারপিট শুরু করে দিয়েছে যমজরা।

মজার এই ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন ওই নারীর স্বামী। পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। এমন ঘটনা আগে কেউ দেখেনি। সবাইকে অবাক করেছে এই ঘটনা।





আরও...