অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইউক্রেনকে দ্রুত সহায়তা দিতে মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:৪১

remove_red_eye

২৭০

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ইউক্রেনে অর্থ সরবরাহ ত্বরান্বিত করতে আমেরিকার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের অর্থমন্ত্রী সের্গেই মার্চেনকোকে অভ্যর্থনাকালে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
জ্যানেট আরো বলেন, বিদ্যমান প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনে দ্রুত অর্থ সরবরাহ করতে ও আরো কিছু করার জন্য এগিয়ে আসতে আমরা মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি জানান, মার্কিন সরকার গত ৩০ সেপ্টেম্বর কংগ্রেসের অনুমোদনকৃত সাড়ে চারশো কোটি ডলার অর্থ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরবরাহ শুরু করবে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্যে ১২.৩ বিলিয়ন ডলারের যে অর্থসহায়তার প্যাকেজ হাতে নিয়েছে এটি তারই অংশ।

সুত্র বাসস





আরও...