অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

২৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের সহধর্মিনী এবং একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, শেখ এ্যানী রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান এবং একজন কর্মী-বান্ধব নেত্রী।
শেখ হাসিনা আরো বলেন, ‘তিনি তার এলাকার উন্নয়নে সব সময়ই উদ্যোমী ছিলেন।’
প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শেখ এ্যানী রহমান আজ ভোরে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

সুত্র বাসস