অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রীর কাছে ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২২ রাত ০৯:৩৫

remove_red_eye

৪৫০

জাতীয় সংসদে উপস্থাপনীয় ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট এবং দু'টি বিশেষ অডিট রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পেশ করার পূর্বে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। ৫৩টি অডিট ও হিসাব রিপোর্টের মধ্যে ৫১ টি কমপ্লায়েন্স অডিট এবং দু'টি উপযোজন হিসাব রিপোর্ট। 
এসময় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল তার রিপোর্টে উল্লিখিত বিষয়াদি এবং নিরীক্ষা ও হিসাব বিভাগে নেয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ।

সুত্র বাসস