অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬ | ১৯শে পৌষ ১৪৩২


ভোলায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন ১২৯১ জন গৃহহীন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২২ রাত ১০:০১

remove_red_eye

৩৪২



ঘর পেয়ে প্রধানমন্ত্রীর  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : "আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার " - এই শ্লোগান নিয়ে সারা দেশের মত  ভোলা জেলাতেও ভূমিহীন ও গৃহহীনদেরকে সরকারিভাবে জমিসহ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করেন। এদিকে ঘর পেয়ে অসহায় পরিবারের সদস্যরা খুশিতে আত্মহারা হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ দোয় করেন।
ভোলার সাত উপজেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে মোট ১২ হাজার ৯১ জন ভূমিহীন ও গৃহহীন দুই শতাংশ জমিসহ একটি করে 'স্বপ্নের নীড়' দেয়া হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ৩২৫ জন,  দৌলতখানে ২০১ জন, বোরহানউদ্দিনে ১০০ জন, তজুমদ্দিনে ১৪৫ জন, লালমোহনে ২৯০ জন, চরফ্যাশনে ১৬০ জন এবং মনপুরা উপজেলায় ৭০ জনকে এই ঘর দেয়া হয়। এর আগে ১ হাজার ৫৯২ জনকে ঘর দেয়া হয়েছিলো। সব মিলিয়ে প্রথম,  দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ভোলা  জেলায় মোট ২ হাজার ৮৮৩ জন প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেয়েছেন।
এদিকে  ভোলা সদর উপজেলা মিলনায়তনে ঘর ও জমির কাগজপত্র দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা  প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, ভোলা প্রেসকলাবের সভাপতি এম হাবিবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ।
লালমোহন প্রতিনিধি মো. রুহুল আমিন জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর পেল ভোলার লালমোহনের ২৯০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালী একযোগে সারাদেশের ২৬হাজার ২২৯টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।  
এর আগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য শাওন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, ইউএনও পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।
বোরহানউদ্দিন প্রতিনিধি জানান \ মুজিববর্ষ উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে ৩য় পর্যায়ের ২য় ধাপে আরও একশো ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর  উপজেলা মিলনায়তনে ভোলা-২(বোরহানউদ্দিন দৌলতখান আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০ গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন।
উপজেলা নিবাহী অফিসার  মো. সাইফুর রহমানের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত দীর্ঘ পরিসরে ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়নের বাস্তবায়ন পৃথিবীতে নজিরবিহীন। যুগান্তকারী এ পদক্ষেপের ফলে দেশে কোন গৃহহীন মানুষ থাকবেনা। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ওসি শাহিন ফকির, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, বিআরডিবি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন প্রমুখ।  
 উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, উপজেলায় প্রথম পর্যায়ে ২৮ টি, দ্বিতীয় পর্যায়ে ১৬ টি ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৪২ টি দুই শতক জমিসহ দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা নতুন ঘর গৃহহীন পরিবারের মাঝে  হস্তান্তর করা হয়েছে।
এ সময় জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।





ভোলার মেঘনায় জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবাহী ট্রলার ডুবি, ৭ জন জীবিত উদ্ধার

ভোলার মেঘনায় জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবাহী ট্রলার ডুবি, ৭ জন জীবিত উদ্ধার

মনপুরার ১৪৭ জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া-মুনাজাত

মনপুরার ১৪৭ জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া-মুনাজাত

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমীর খসরু

আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমীর খসরু

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে

বাংলাদেশে তুষারপাত হয় না কেন? ভবিষ্যতে কি বরফে ঢাকবে দেশ

বাংলাদেশে তুষারপাত হয় না কেন? ভবিষ্যতে কি বরফে ঢাকবে দেশ

বাছাইয়ের প্রথম দিন বিএনপি-জামায়াতসহ যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বাছাইয়ের প্রথম দিন বিএনপি-জামায়াতসহ যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে কড়াকড়ি ইসির

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে কড়াকড়ি ইসির

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

আরও...