অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইউরোপে ২ সপ্তাহে মাঙ্কিপক্সে সংক্রমণ বেড়েছে তিন গুণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২২ সকাল ১০:৩১

remove_red_eye

৪১৪

গত দুই সপ্তাহে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা তিন গুণ বেড়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের প্রধান ড. হ্যানস ক্লুগ এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, গত সপ্তাহে জাতিসংঘ জানিয়েছিল মাঙ্কিপক্সের ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের যে হার তাতে এখনও বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার সময় আসেনি। তারপরও সংক্রমণ ঠেকাতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল।

 

ক্লুগ বলেছেন, ‘এই রোগের চলমান বিস্তারের দৌঁড়কে বিপরীত দিকে ঠেলে দিয়ে আমরা যদি এক মোড় ঘুরাতে চাই তাহলে জরুরি ও সমন্বিত পদক্ষেপ অপরিহার্য।’

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী ৫১ টি দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি মাঙ্কিপক্সে সংক্রমণেল তথ্য রেকর্ড করা হয়েছে।

ক্লুগ জানিয়েছেন, বিশ্বব্যাপী মোট আক্রান্তের ৯০ শতাংশ ইউরোপে। এই অঞ্চলের ৩১টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

 

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে ৯৯ শতাংশ সংক্রমণ পুরুষদের মধ্যে হয়েছে এবং এর বেশিরভাগই সমকামী। তবে শিশুসহ পরিবারের অন্য সদস্যদের মধ্যেও সংক্রমণের ঘটনা রয়েছে। অবশ্য এই সংখ্যা অনেক কম।

 





আরও...