অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ | ২১শে চৈত্র ১৪৩১


আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করছে না রাশিয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মে ২০২২ রাত ১১:০০

remove_red_eye

৩৫৫

আগামী ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করছে না রাশিয়া। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধ ঘোষণার বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। পুতিন রাশিয়ার এই হামলাকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যা দিয়েছেন, যুদ্ধ হিসেবে নয়। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৯ মে জার্মানির বিরুদ্ধে বিজয় পেয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে রাশিয়া। সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে ওই দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। একে আরও উস্কে দেন পশ্চিমা রাজনীতিবিদরা।

 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের ৯ মে রাশিয়ার বিজয় দিবসে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কোন সম্ভাবনা নেই। 

পেসকভ বলেন, ‘এগুলো বাজে কথা।’