অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ | ২০শে আষাঢ় ১৪৩২


নৌ-পুলিশের গুলিতে নিহত জেলে পরিবারের পাশে দাড়িয়েছেন "গণঅধিকার পরিষদ" ভোলা জেলা শাখা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২২ সকাল ০৬:১০

remove_red_eye

৩৫০

মেঘনা নদীতে জেলে ও পুলিশের সংঘর্ষে নিহত আমির রাঢ়ী এবং আহত ও কারাবন্দী জেলে পরিবারের পাশে দাড়িয়েছেন  বাংলাদেশ গন-অধিকার পরিষদ ভোলা জেলা শাখা। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ভোলা পৌর শহরের কর্ণফুলী টাওয়ারের তৃষ্ণা রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
 
এ সময় নিহত আমির রাঢ়ীর ও আহত ১০ জেলে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ। ইফতারের পূর্ব মুহুর্তে নিহত আমির রাঢ়ীর রুহের মাগফিরাত কামনা করেও আহত এবং কারাবন্দী জেলেদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
 
 
অনুষ্ঠানে বাংলাদেশ গন-অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহকারী সদস্য সচিব আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গন-অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ও কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি আসমাউল হুসনা হ্যাপি, উপকূল প্রেসক্লাবের কেন্দ্রীয় সদস্য সচিব জয়নাল আবেদীন ফরাজি, যুব অধিকার পরিষদে নেতা গাজী ইমরান প্রমূখ। 
 
কেন্দ্রীয় গনঅধিকার পরিষদের নেতা সামির ফারজীর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গনঅধিকার পরিষদের নেতা আরিয়ান আরমান, ইমরান তাহেরসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের নেতা আজিজ রায়হান। 
 
বক্তারা বলেন, নদীতে নিষেধাজ্ঞা দেওয়ার আগে সরকারের উচিত শতভাগ জেলেদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা। প্রণোদনা না পেয়ে জেলেরা পেটের দায়ে নদীতে মাছ ধরতে নামতে বাধ্য হয়। যদি প্রকৃত জেলেদের মাঝে খাদ্য সহয়তা দেওয়া হতো তাহলে জেলেরা নদীতে আর নামতো না আর ১০ এপ্রিলের ঘটনাটি ও ঘটতো না। 
 
বক্তারা আরোও বলেন, নৌ-পুলিশ কোন আইনের বলে  সাধারণ জেলেদের গায়ে গুলি চালায় তা আমাদের বোধগম্য নয়। সরকারের কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি এবং নৌ-পুলিশের খাম খেয়ালীপনার কারণে আজ একটি প্রাণ ঝড়ে গেলো , একটি পরিবার হারালো তাদের একমাত্র উপার্জন করার ব্যক্তিকে। এই নৌ-পুলিশের বিরুদ্ধে নদীতে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ হয়েছে। অতএব সরকার কে বলবো এর বিরুদ্ধে এখনই যথাযথ ব্যবস্থা নেওয়া জন্য। নয়তো ভবিষ্যতে এরকম ঘটনা আরো ঘটনাবে তারা। 
 
উল্লেখ্য, ১০ এপ্রিল রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মজুচৌধরীর ঘাট এলাকায় মেঘনা নদীতে নৌ-পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষে পুলিশের গুলিতে আমির হোসেন রাঢ়ী (৩০) নামের একজন জেলে নিহত হন। নিহত আমির হোসেন রাঢ়ী ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের চর মোহাম্মদ আলী গ্রামের ছেলে। উক্ত ঘটনায় আরও ১০জেলে আহত হয়।

 





জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি

তজুমদ্দিনে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

তজুমদ্দিনে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

চরফ্যাশনে গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে দুঃস্থ মাঝে জামায়াতের খাবার বিতরণ

চরফ্যাশনে গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে দুঃস্থ মাঝে জামায়াতের খাবার বিতরণ

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়

৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গুমের সংশ্লিষ্টতা থাকলে কঠোর ব্যবস্থা: সেনাসদর

গুমের সংশ্লিষ্টতা থাকলে কঠোর ব্যবস্থা: সেনাসদর

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮

বিএনপির মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

বিএনপির মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

তজুমদ্দিনে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

তজুমদ্দিনে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

আরও...