বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা এপ্রিল ২০২২ রাত ১০:০৫
৪৭৩
কম মজুরির অভিবাসী শ্রমিকরা গত এক দশকে বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে তাদের চাকরি টিকিয়ে রাখতে কয়েকশ কোটি ডলার নিয়োগ ফি দিতে বাধ্য হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এসব অভিবাসী শ্রমিকদের মধ্যে শুধু বাংলাদেশি শ্রমিকরাই ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ১৫০ কোটি ডলার ফি দিয়েছে। তবে এই ফি ২০০ কোটি ডলারও হতে পারে। নেপালি শ্রমিকরা ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরে দিয়েছে প্রায় ৩২ কোটি ডলার।
কাতারের স্বল্প বেতনের অভিবাসী শ্রমিকদের মোট খরচ অনেক বেশি হতে পারে। কারণ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে যাওয়া শ্রমিকদের অনেক বেশি ফি দিতে হয়।
কাতারে প্রায় ২০ লাখ অভিবাসী শ্রমিক রয়েছে। এদের প্রায় এক তৃতীয়াংশ বাংলাদেশ ও নেপাল থেকে যাওয়া। এই শ্রমিকদের সাধারণত তিন থেকে চার হাজার এবং এক থেকে দেড় হাজার ডলার ফি দিতে হয়। এর মানে হচ্ছে, অনেক কম মজুরি পাওয়া বাংলাদেশি শ্রমিকরা – যাদের বেতন প্রায় ২৭৫ ডলার, তাদের নিয়োগের অর্থ পরিশোধ করতে অন্তত এক বছর কাজ করতে হবে।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি আছে। এর আগে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দরিদ্রতম শ্রমিকদের কতোটা শোষন করে কাতারি কর্তৃপক্ষ। এই শ্রমিকদের অনেকেই বিশ্বকাপ সংশ্লিষ্ট নির্মাণ প্রকল্পগুলোতে কাজ করছেন।
নিয়োগ ফি নেওয়া কাতারে বেআইনি। তবে এই ফি বিভিন্নভাবে আদায় করা হয়। কাতারের কোম্পানি বা দালাল এবং শ্রমিক প্রেরণকারী দেশগুলোতে নিয়োগকারী এজেন্টরা শ্রমিকদের এই অর্থ দিতে বাধ্য করে। দেশ ছাড়ার আগে এজেন্টদের এই ফি দিতে হয় শ্রমিকদের। এ কারণে শ্রমিকদের প্রায়ই উচ্চ সুদে ঋণ নিতে হয় বা জমি বিক্রি করতে হয়। এই ফি তাদের ঋণের দাসত্বের ঝুঁকিতে ফেলে যা, আধুনিক দাসত্বের একটি রূপ। কারণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তারা তাদের চাকরি ছেড়ে যেতে পারে না।
কিছু ক্ষেত্রে, কাতারের নিয়োগকর্তা বা এজেন্টরা কর্মী নিয়োগের জন্য ভিসা নিশ্চিত করে। এরপর ভিসার বিনিময়ে শ্রমিক প্রেরণকারী দেশগুলোর এজেন্টদের কাছ থেকে প্রত্যেক শ্রমিকের জন্য প্রায় ৩০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত দাবি করে, যার পুরোটাই শ্রমিকদের পকেট থেকেই যায়। প্রায়ই কাতারের কোম্পানি বা দালাল এবং শ্রমিক প্রেরণকারী দেশগুলোতে নিয়োগ এজেন্টরা শ্রমিকদের অর্থ প্রদানে বাধ্য করে।। প্রস্থানের আগে শ্রমিকদের নিজ দেশে এজেন্টদের এই অর্থ দিতে হয়।
কাতারে নেপালের প্রাক্তন রাষ্ট্রদূত নারদ নাথ ভরদ্বাজ জানিয়েছেন, ৯০ শতাংশের বেশি শ্রমিককে এই ফি দিতে হয়।
তিনি বলেন, ‘এই নিয়োগ ফি বেআইনি এবং অধিকাংশ ক্ষেত্রে এই লেনদেন টেবিলের নিচে দিয়ে হয়। তাই শ্রমিকদের কাছে এই অর্থ দেওয়ার কোনো প্রমাণ থাকে না।’
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুছ সালেহীন দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘বাংলাদেশ সরকার নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত এবং দায়িত্বশীল কর্মী অভিবাসন নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি নিয়োগের উচ্চ খরচের জন্য উৎপত্তি ও গন্তব্য উভয় দেশের মধ্যস্থতাকারীদের ‘ভিসা বাণিজ্য’কে দায়ী করে বলেছেন, অন্যায্য নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ পাওয়া গেলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরনের অভিযোগে বিজেপি অফিস ভাঙচুর
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক