অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


 অনুষ্ঠানের ঝামেলা বাঁচাবে “শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্ট”


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০১৯ রাত ১০:৩৫

remove_red_eye

৭৪৩

দৈনিক বাংলারকন্ঠ প্রতিবেদক  ।। দৈনন্দিন জীবনে আমরা পেশাগত বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই সকল ব্যস্ততার মাঝেও আমরা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, প্রতিষ্ঠানিক ও কর্পোরেটসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে হয়। কিন্তু এসব অনুষ্ঠান করতে আমাদের অনেক জামেলা পোহাতে হয়। কেননা অনুষ্ঠান করতে অনেক ধরনের মালামাল এবং জনবলের প্রয়োজন হয়।

ব্যস্ততার কারনে এইসব মালামাল ও জনবল ব্যবস্থা করতে অনেক সময় দুশ্চিন্তায় পরতে হয়। এমন দুশ্চিন্তা আর ঝামেলার কথা মাথায় রেখে আধুনিকতার ছোয়া নিয়ে দুই তরুণ উদ্যোক্তা বাজারে নিয়ে এসেছে শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্ট।
যেখানে এক সেন্টারেই রয়েছে যে কোন ধরনের অনুষ্ঠানের মালামাল  ও জনবল। প্রতিষ্ঠানটি থেকে গ্রাহকরা যে কোন অনুষ্ঠানের সকল ধরনের মালামাল ও জনবল পাচ্ছেন।এমন প্রতিষ্ঠান পেয়ে সকল শ্রেনির মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে, শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন মুহাম্মদ বলেন , প্রথমত আমার মুল উদ্দেশ্যে হলো শুধু সরকারি চাকুরীর জন্য বসে না থেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে আত্বনির্ভরশীল করে তোলা। এখন মানুষ খুবই ব্যস্ত সময়ে নিজের যে কোন অনুষ্ঠান সুন্দর ও সুনামের সাথে করার ইচ্ছে থাকলেও পারছেন না। আমি এসব কথা মাথায় রেখেই এই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা দিয়েছি।

শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ আহমেদ বলেন, আমরা দেশের যে কোন প্রান্তে যে কোন অনুষ্ঠানের এ টু জেড বাস্তবায়ন করে থাকি। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ফেসবুক ,ইমেইল , মোবাইল 01911064306 । ফেসবুকঃhttps://www.facebook.com/Shining.event19/

জেএসবি/২৯ জুলাই