অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইইউ`র উচিত ইউক্রেনকে অস্ত্র দেওয়া, সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পর্তুগাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৩৯১

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, তিনি ইইউ ভুক্ত পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের জন্য অস্ত্র ও অন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অর্থ সহায়তা প্রদানের জন্য একটি প্রস্তাব উপস্থাপন করবেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) ইইউ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শুরুর আগে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা জানান।  

এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভকে সহায়তা দিতে সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে পর্তুগাল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।  

 

জোসেপ বোরেল বলেন, ‘আমি দুটি জরুরি সহায়তা ব্যবস্থার জন্য ইউরোপীয় শান্তি সুবিধা ব্যবহার করতে ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের প্রস্তাব দেব। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য অস্ত্র কিনতে অর্থায়ন করা এবং দ্বিতীয়টি হল জরুরি প্রয়োজনীয় উপাদান যেমন জ্বালানি কেনার জন্য অর্থ দেওয়া।

 টুইটারে দেওয়া এক বিবৃতিতে পর্তুগালের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভকে সহায়তায় লিসবন সামরিক ভেস্ট, হেলমেট, গ্রেনেড, গোলাবারুদ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 

আর এর মাধ্যমে পর্তুগাল কিয়েভে সামরিক সহায়তা প্রেরণকরা অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে।

 

সূত্র: আল-জাজিরা





আরও...