অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৪৫

remove_red_eye

৪০৪

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বসতে প্রস্তুত রয়েছেন তারা। খবর আল জাজিরা।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা জানান, রাশিয়ার সঙ্গে কিয়েভ আলোচনার জন্য প্রস্তুত।

 

এদিকে, আগ্রাসনের দ্বিতীয় দিন ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের প্রধান একটি বিমানবন্দর দখলে নিয়েছে রুশ সৈন্যরা। ইউক্রেনের প্রায় দুই শতাধিক সৈন্যকে হত্যার পর ওই ঘাঁটি দখল করে নেওয়া হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ বলেছেন, রাশিয়ান বিমান বাহিনী বিমানবন্দরটি দখলে নিতে ২০০ হেলিকপ্টার ব্যবহার করেছে।

এর আগে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনে আক্রমণ চালায় রুশ বাহিনী। প্রথম দিনের লড়াইয়ে দুই পক্ষের সামরিক-বেসামরিক মিলিয়ে ১৩৭ জন নিহত হন।





আরও...