অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত ৭


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৪১৬

রাশিয়ার বিমান বাহিনীর হামলায় ইউক্রেনে সাত জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনের পুলিশ এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অডেসা এলাকার বাইরে পডিলস্কে একটি সামরিক ইউনিটের ওপর হামলায় ছয় জন নিহত হয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে আরও সাত জন। হামলার পর এখনও পর্যন্ত নিখোঁজ আছে ১৯ জন।

 

কর্মকর্তারা আরও জানান, মারিউপল শহরে বিমান হামলায় নিহত হয়েছে আরও এক জন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করে রাশিয়া। দুপুরে মস্কো দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে ফেলেছে রুশ সামরিক বাহিনী।





আরও...