অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়বে রাশিয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৩:২৯

remove_red_eye

৪৩৮

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়বে রাশিয়া। বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় এই ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলে জানিয়েছে ক্রেমলিন।এমন সময় এই মহড়া শুরু করেছে রাশিয়া যখন ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সঙ্গে তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে। পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন হামলার অজুহাত খুঁজতে এই মহড়া শুরু করেছে রাশিয়া। আর এই মহড়া পর্যবেক্ষণ করছে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে শনিবার সাগর ও ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বার্ষিক এই মহড়ায় কিনঝাল ও সিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহার করা হবে।