অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ সোমবার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৩:১৯

remove_red_eye

৫০৯

মহান একুশে ফেব্রুয়ারি সোমবার (২১ ফেব্রুয়ারি)। দেশে-বিদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে।

জানা গেছে, দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে এই দিনে। 

 

আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ফের ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম ও লেনদেন চলবে।