অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


রাশিয়াকে সরাসরি ‘না’ বললো ন্যাটো


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৪১৪

রাশিয়া যেসব দাবি উত্থাপন করেছে সেগুলো উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) কখনোই পূরণ করতে পারবে না। বিষয়টি জেনেবুঝেই রাশিয়া এসব দাবি করছে। শনিবার মিউনিখ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জিনস স্টলটেনবার্গ এ কথা বলেছেন।

ব্যাপক সামরিক উপস্থিতির সঙ্গে হুমকিমূলক কথাবার্তা এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে, তারা জানে তাদের দাবি আমরা পূরণ করতে পারব না, আমরা যদি এগুলো পূরণ করতে না পারি তাহলে সামরিক পরিণতি ঘটবে। তিনি বলেন, ‘এটা নতুন স্বাভাবিক বিষয় যে, আমরা এমন রাশিয়াকে পেয়েছি, যেটি  ইউরোপের সুরক্ষার মূল মূল্যবোধের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং নিজেদের  ইচ্ছা পূরণের জন্য শক্তি প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি দিচ্ছে।’

প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পূর্ব ইউরোপে নিরাপত্তার গ্যারান্টি চায় রাশিয়া। রাশিয়ার দাবি, ইউক্রেনকে কখনোই সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে না দেওয়ার প্রতিশ্রুতি তারা লিখিতভাবে চায়। এমনকি কিয়েভে ন্যাটোর সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে না; এমন প্রতিশ্রুতিও চায় মস্কো। মূলত এই বিষয়টি নিয়েই ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্ব রাশিয়ার। গত মাসে ন্যাটো সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। পরে তা আরও বাড়ানো হয়। পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন দখলের পাঁয়তারা করছেন পুতিন। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।





আরও...