অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলার তিন উপজেলায় ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী সনাক্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৯ রাত ১০:৫৫

remove_red_eye

৭২৪

জুয়েল সাহা বিকাশ ।। ভোলার সদর, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এ পর্যন্ত ২৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৫ জন আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভোলায় তাদের গ্রামের বাড়ি চলে আসছে। এদের মধ্যে ভোলা সদর হসাপতালে ৭ জন, চরফ্যাশনে ২ জন ও মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছে। বাকীরা সুস্থ্য হয়ে তাদের বাড়ি চলে গেছে।
ভোলা সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন করে ভোলা সদর, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও জেলায় তিন উপজেলার হাসপাতালে ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধিন রয়েছেন।
তিনি আরো জানান, গত দুই সপ্তাহে ২৭ জন ডেঙ্গু রোগী ভোলায় সনাক্ত করা হয়েছে। এর আগে ভোলায় ডেঙ্গু টেষ্ট করার জন্য ডিভাই বা কিট ছিলো না। গত বৃস্পতিবার সকালে আমরা ভোলা সদর হাসপাতালে এ কিট পেয়েছি। এছাড়াও বাকী উপজেলার হাসপাতালগুলোতে খুব দ্রæত পাবো।
জেএস/০৩ আগস্ট