অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় জেলের জালে রাজা ইলিশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৩৭

remove_red_eye

৬৪৭

ভোলার তুলাতুলি মেঘনা নদীতে জেলের জালে ধরা পরলো একটি রাজা ইলিশ। পরে ওই ইলিশটি ঘাটে ডাকের (নিলামের) মাধ্যমে বিক্রি হলো ৩ হাজার ২০০ টাকা। ভোলা তুলাতুলি মৎস্য ঘাটের মোঃ ইউসুফ জানান, শনিবার (১২ ফেব্রæয়ারি ) বিকেলের দিকে তুলাতুলি এলাকার মোঃ মিলন মাঝি ওই এলাকার মেঘনা নদীতে ইলিশ শিকার করার সময় তার জালে ৫ টি ইলিশ ধরা পরে।

এর মধ্যে ১ কেজি ৮০০ গ্রামের রাজা ইলিশটিও। পরে তিনি তুলাতুলি মাছ ঘাটে এনে নোমান ব্যাপারীর আড়তে নিয়ে যায়। এরপর নিলামের অথাৎ ডাকের মাধ্যমে মঞ্জু ব্যপারী ৩ হাজার ২০০ টাকা হাকিয়ে ক্রয় করেন। তিনি আরো জানান, মা ইলিশের নিষেধাজ্ঞার সময় তুলাতুলি এলাকার মেঘনা নদীতে বেশ কয়েটি রাজা ইলিশ ধরা পরেছিল।

আর র্দীঘ দিন পর তুলাতুলির মেঘনা নদীতে একটি রাজা ইলিশ পাওয়ায় জেলে আশা করছেন আরো রাজা ইলিশ ধরা পরবে। ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন দাবি করেন, মা ইলিশ নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় এখন নদীতে রাজা ইলিশ ধরা পরছে।