অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


বাইক খুঁজতে ১৫ বছর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৩৩

remove_red_eye

৪৪৫

নারায়নাপ্পা শ্রীনিবাসনের কাছে কালো রঙের রয়েল এনফিল্ডটি মোটরসাইকেলের চেয়েও অনেক বেশি কিছু ছিল। আর এ কারণে ৯০ দশকে হারিয়ে যাওয়া মোটরসাইকেলটি ১৫ বছর ধরে খুঁজেছে তার ছেলে অরুন। 

৭৫ বছরের শ্রীনিবাসন বিবিসিকে বলেন, ‘ওই সময় বুলেট বাইকের দাম ছিল অনেক বেশি। এটা কেনার পুরো অর্থটাই ব্যাংক থেকে ঋণ হিসেবে পেয়েছিলাম।’

 

শ্রীনিবাসনের মোটরকাইকেলটি ১৯৭০ সালের মডেলের। এটি কিনতে খরচ হয়েছিল ৬ হাজার ৪০০ রুপি। বর্তমানে এই মডেলের বাইকটি কিনতে খরচ হবে প্রায় তিন লাখ রুপি।

মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশের আগে ভারতে রয়েল এনফিল্ডের মতো মোটরসাইকেলের দাম ছিল অনেক বেশি। ডগ ডগ শব্দের জন্য বিখ্যাত এই ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার জন্য শ্রীনিবাসনের মতো ক্রেতাদের সুযোগ ছিল খুবই সীমিত।

শ্রীনিবাসন যখন বাইকটি কিনেছিলেন তখন তার বয়স ছিল ২৪। দুই দশকেরও বেশি সময় ধরে তার কাছে ছিল এটি। কৃষকদের জন্য ব্যাঙ্ক ঋণের সুবিধা প্রদানকারী কৃষি কর্মকর্তা ছিলেন শ্রীনিবাসন। দক্ষিণের রাজ্য কর্ণাটকে ছিল কর্মস্থল। যেখানেই তার বদলী হতো সেখানেই তিনি নিয়ে যেতেন বাইকটি।

 

শ্রীনিবাসনের ছেলে অরুন বলেন, ‘আমি ও আমার বোন এই বাইকটি ওপর বড় হয়েছি। এটা পরিবারের প্রথম গাড়ি।’

১৯৯৫ সালে কর্ণাটক থেকে উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে বদলী হন শ্রীনিবাসন। ওই সময় বাইকটি সঙ্গে নিতে পারেননি তিনি। তাই তিনি এটি তার এক বন্ধুর কাছে বিক্রি করে দেন। তবে শর্ত ছিল- যখন বাইকটি আর ওই বন্ধুর প্রয়োজন হবে না তখন এটি শ্রীনিবাসনের কাছেই বিক্রি করতে হবে। কিন্তু পরের বছর তার বন্ধুর বাড়ি থেকে বাইকটি চুরি হয়ে যায়। শ্রীনিবাসন অবিলম্বে একটি পুলিশে অভিযোগ দায়ের করেন কিন্তু বাইকটি আর পাওয়া যায়নি।

কয়েক বছর পর শ্রীনিবাসন পুনরায় বদলী হয়ে কর্ণাটকে ফিরে আসেন। কিন্তু তিনি প্রায় সবসময় হারিয়ে যাওয়া বাইকটি নিয়ে নস্টালজিয়ায় ভুগতেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় রয়েল এনফিল্ডের কোনো বাইক দেখলেই তিনি সাইলেন্সারের শব্দ শোনার চেষ্টা করতেন এবং বোঝার চেষ্টা করতেন এটি তার হারিয়ে যাওয়া বাইক কিনা। বাবার মানসিক অবস্থা দেখে শেষ পর্যন্ত মাঠে নামেন অরুন। 

 

বাইকটি সম্পর্কে তথ্য পেতে বেঙ্গালুরুর গ্যারেজগুলোতে খোঁজ লাগান অরুন। কিন্তু সেখান থেকে তিনি কোনো তথ্য পাননি। পরবর্তীতে রাজ্যের পরিবহন অফিস ডিজিটাল হলে তিনি সেখানে যোগাযোগ করেন।  ২০২১ সালের গোড়ার দিকে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বীমার বিবরণ ব্যবহার করে অরুন বাইকটির খোঁজ পান। কয়েক মাস পরিবহণ অফিসে যাওয়ার পর, তিনি দেখতে পান বাইকটি এখন মহিশুর জেলার এক কৃষকের মালিকানাধীন। ওই কৃষকের কাছ থেকে তিনি জানতে পারলেন যে এটি এমন একজন ডিলারের কাছ থেকে বাইকটি কিনেছিলেন যিনি নিলামে ওঠা চুরি হওয়া বাইক কিনে থাকেন। ওই ডিলার বাইকটি কিনেছিলেন মাত্র ১ হাজার ৮০০ রুপিতে। কৃষকের কাছে এটি বিক্রি করেছিলেন ৪৫ হাজার রুপিতে।

বাইকটির ব্যাপারে পরিবারের আবেগের বিষয়টি কৃষকে জানান অরুন। প্রথমে অবশ্য ওই কৃষক বাইকটি বিক্রি করতে রাজি হয়নি। পরে এক লাখ রুপিতে তিনি অরুনের কাছে বাইকটি বিক্রি করেন। ১৫ বছর পর নিজের হারিয়ে যাওয়া বাইকটি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শ্রীনিবাসন।





মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

আরও...