অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬ | ২০শে পৌষ ১৪৩২


৭ কলেজে ভর্তি: চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:১৭

remove_red_eye

৪৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম চলছে। আগামী ৮ ফেব্রুয়ারি ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে, সাত কলেজের তৃতীয় পর্বের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছেন, তাদেরকে ভর্তির প্রথম কিস্তির টাকা আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখের পর চূড়ান্ত পর্বের মনোনয়ন দেওয়া হবে। তাই, আগামী ৮ ফেব্রুয়ারির পর তৃতীয় পর্বের মনোনয়নের জন্য টাকা জমা করা যাবে না।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটে প্রায় ২১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছেন। এ ধাপের পর থেকে আর বিষয় কিংবা কলেজ মাইগ্রেশন বন্ধের সুযোগ থাকবে না। প্রথম দুটিতে এ সুযোগ ছিল।

তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় মনোনয়নে যারা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে মাইগ্রেশন বন্ধের আবেদন করেছেন, তাদের আবেদন আমরা গ্রহণ করেছি। সে সংখ্যাটাও কম নয়, ১ থেকে দেড় হাজারের মতো হবে। আজ তৃতীয় ধাপের মনোনয়ন থেকে অটো মাইগ্রেশন চলবে। আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।’

প্রথম ও দ্বিতীয় মনোনয়নে ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরুর দিক থেকে দেওয়া হয়েছিল। এ সময় যেসব ভর্তিচ্ছু মাইগ্রেশন বন্ধ করেছেন, তারা ওই কলেজ এবং বিষয়েই থাকবেন। ভর্তিচ্ছুদের পছন্দক্রম এবং মেধা অনুসারে মনোনয়ন দেওয়া হয়েছে। অবশিষ্ট শূন্য আসনে মেধাতালিকা অনুসারে নতুন শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হচ্ছে।

 

গত ১৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। গত বছরের ৫- ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। এ বছর ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সংখ্যা ১৪ হাজার ৩৫০টি আসন আছে। সাত কলেজে আসন ২৬ হাজার ১৬০টি।





ভোলার মেঘনায় জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবাহী ট্রলার ডুবি, ৭ জন জীবিত উদ্ধার

ভোলার মেঘনায় জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবাহী ট্রলার ডুবি, ৭ জন জীবিত উদ্ধার

মনপুরার ১৪৭ জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া-মুনাজাত

মনপুরার ১৪৭ জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া-মুনাজাত

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমীর খসরু

আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমীর খসরু

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে

বাংলাদেশে তুষারপাত হয় না কেন? ভবিষ্যতে কি বরফে ঢাকবে দেশ

বাংলাদেশে তুষারপাত হয় না কেন? ভবিষ্যতে কি বরফে ঢাকবে দেশ

বাছাইয়ের প্রথম দিন বিএনপি-জামায়াতসহ যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বাছাইয়ের প্রথম দিন বিএনপি-জামায়াতসহ যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে কড়াকড়ি ইসির

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে কড়াকড়ি ইসির

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

আরও...