অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভারতের বাজেটে ৩৫০ পণ্যে শুল্কছাড় প্রত্যাহার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

৪১৪

 ২০২২-২৩ অর্থবছরের বাজেটে কৃষি, রাসায়নিক ও ওষুধে সাড়ে তিনশ’র বেশি পণ্যে শুল্কছাড় প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত। তবে স্থানীয়ভাবে ইলেক্ট্রনিক পণ্য উৎপাদন উৎসাহিত করতে শুল্কছাড় দিচ্ছে দেশটি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভারতীয় পার্লামেন্টে বাজেট ঘোষণায় এসব কথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

নতুন অর্থবছরে ভারতের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন রুপি। ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৬ দশমিক ৪ শতাংশ।

ভারতীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে কৃষি, রাসায়নিক, ওষুধে এতদিন দিয়ে আসা অন্তত ৩৫০টি শুল্কছাড় প্রত্যাহার করা হচ্ছে। মূলধনী পণ্যের ওপর রেয়াতি শুল্কও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। প্রাথমিকভাবে এর হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা হচ্ছে।

 

স্থানীয়ভাবে ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনে শুল্কছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ক্যামেরা-হেডফোনের মতো মোবাইল ফোন যন্ত্রাংশ উৎপাদনে এই সুবিধা পাওয়া যাবে।

ক্ষুদ্র ও মধ্যম ব্যবসার সুবিধার্থে স্টিল স্ক্র্যাপ আমদানিতে শুল্কছাড়ের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। স্টেইনলেস স্টিল, ফ্ল্যাট পণ্য ও হাই স্টিল বারে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।

 

নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০২২ সালের অক্টোবর থেকে অমিশ্রিত জ্বালানি আমদানিতে প্রতি লিটারে বাড়তি দুই রুপি শুল্ক দিতে হবে।





আরও...