অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


জাপান-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর ॥ আসছে ৫০ টাকার স্মারক মুদ্রা 


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২২ বিকাল ০৫:৪৪

remove_red_eye

১০৫৩

 বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা আনছে বাংলাদেশ ব্যাংক। ৫০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রাটির দাম হবে ৫ হাজার টাকা বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও জাপান মিন্টের যৌথ উদ্যোগে ৫০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা আনা হবে।

 

স্মারক রৌপ্য মুদ্রাটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং মিরপুরে বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘরে বিক্রি করা হবে।

জাপানে বিক্রি করবে দেশটির মুদ্রা উৎপাদনকারী প্রতিষ্ঠান জাপান মিন্ট।

 

২০ গ্রাম ওজনের মুদ্রাটির ব্যাস ৩৫ মিলিমিটার।এর সম্মুখভাগে ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি’ লোগো, লোগোর উপরিভাগে ডালসহ চেরিফুল (জাপানের জাতীয় ফুল) এবং লোগোর নিচে পানিতে ভাসমান কলিসহ শাপলা (বাংলাদেশের জাতীয় ফুল) মুদ্রণ করা হয়েছে।

সূত্রঃ জনকন্ঠ