অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহন পৌর ৯নং ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে একমাত্র প্রার্থী বুলু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:০৮

remove_red_eye

৮৩৯

 

লালমোহন প্রতিনিধি : লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন পৌর মহিলা লীগ নেত্রি সালমা জাহান বুলু। পৌরসভার বারটি ওযার্ডে আসন্ন নির্বাচনে পুরুষ প্রার্থীদের সাথে একমাত্র নারী প্রার্থী অংশ নেওয়ায় আলোচনার কেন্দ্র বিন্দু এখন বুলুকে নিয়ে। প্রতিটি ওযার্ডে সাধারন কাউন্সিলর পদে একাধিক পুরুষ প্রার্থী অংশ নিলেও পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে একমাত্র নারী প্রার্থী পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা জাহান বুলু। এবারের নির্বাচনে এ প্রার্থীতেই চমক সৃষ্টি হয়েছে। রাজনীতির মাঠে দক্ষ পরিক্ষীত পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালমা জাহান বুলু ৯নং ওয়ার্ডে জনপ্রিয় প্রার্থী হিসেবে নিজেকে সকলের আস্থায় পরিণত করেন। জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নেতৃত্বে অবিচল হয়েই জনগণের সেবা উন্নয়নে সব সময় নিয়োজিত থাকতে প্রস্তুত সালমা জাহান বুলু। নারী নেত্রী হিসেবে দলের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে নিজেকে স্বচ্ছ প্রার্থী হিসেবে ধীরে ধীরে তৈরি করার ক্ষেত্রে সফল সংগঠক বুলু। জননেতা এমপি শাওনের নেতৃত্বে পৌরসভার মডেল ওয়ার্ড হিসেবে সকল সুযোগ সুবিধার সমন্বয়ে নিজের ওয়ার্ডটিকে গড়ে তুলতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। নারী প্রার্থী হিসেবে সালমা জাহান বুলুর ভাষ্য, সাধারন জনগণ অবশ্যই যোগ্য প্রার্থী বিবেচনা করে তাদের খেদমত করার সূযোগ দেবেন। এ ক্ষেত্রে আশা করি আমি বিজয়ী হওয়া সময়ের ব্যাপার মাত্র। কেননা বিগত দিনেও মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নেতৃত্বে মানুষের সেবা করেছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করবো।