অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইতিহাসে নাম লেখালেন কোহলি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুন ২০২১ রাত ০৮:১৩

remove_red_eye

৬৭১

বাংলার কণ্ঠ ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস করতে নেমে ইতিহাসে নাম লেখালেন বিরাট কোহলি। ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডের মালিক এখন শুধুই তিনি।

দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে তিনি এই রেকর্ড গড়েন।

এতদিন ৬০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ধোনির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। এবার রেকর্ডটি কোহলির সম্পূর্ণ একার হয়ে গেলো। ভারতের ক্রিকেটে এই দুজনের পর টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলী।

উল্লেখ্য, ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ধোনি চোট পাওয়ায় প্রথমবার সাদা পোশাকে অধিনায়ক হন কোহলি। একই সিরিজে বক্সিং ডে টেস্ট খেলে হুট করেই ধোনি সাদা পোশাক চিরদিনের জন্য খুলে রাখার সিদ্ধান্ত নেন। তখন কোহলিকেই পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক করা হয়।





আরও...