অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ | ১৫ই বৈশাখ ১৪৩২


জান্তার অধীনে সু চির বিচার শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ০৮:৪৬

remove_red_eye

৫৩৯

 

বাংলার কণ্ঠ ডেস্ক : নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যবিধি ভঙ্গ, লাইসেন্স ছাড়া ওয়াকিটকির ব্যবহারসহ মোট ছয়টি অভিযোগের বিচার শুরু হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির। সোমবার নেপিদোর একটি আদালতে শুরু হয়েছে তার বিচারের কার্যক্রম। সু চির আইনজীবী জানিয়েছেন, এ বিচারকাজে জুলাইয়ের শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আটক করা হয় ৭৫ বছর বয়সী সু চিকে। পরে তাকেসহ গৃহবন্দি করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরও কয়েকজন শীর্ষ নেতাকে।

 

সু চির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি হলো আর্থিক দুর্নীতি। এর দায়ে ১৫ বছরের জেল হতে পারে তার। ১৪ বছরের জেল হতে পারে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ভঙ্গের অভিযোগে। ওয়াকিটকি কেনার সময় রাষ্ট্রের আমদানি-রফতানি আইন ভঙ্গের অভিযোগও রয়েছে সু চির বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত তার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।

এছাড়া লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখার দায়ে আরও এক বছর জেল হতে পারে সু চির। গত নির্বাচনের সময় করোনা বিধিনিষেধ না মানার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এর দায়ে এ নেতার তিন বছরের জেল হতে পারে। এছাড়া দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির দায়ে তিন বছরের সাজা হতে পারে।

গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পরপরই দেশটির গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ শুরু করেন। সামরিক শাসনবিরোধী এই বিক্ষোভে জান্তা নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত ৮৫০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া সাড়ে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে জান্তা সরকার।

এদিকে অং সান সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত বলছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংগঠনটির ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, সু চির বিরুদ্ধে যে বিচার হচ্ছে তা অবান্তর, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার বিরুদ্ধে আনা সকল মামলা প্রত্যাহার করা দরকার।

 

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান





ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় নির্বাচিত হলেন লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন

ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় নির্বাচিত হলেন লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন

ভোলায় ধর্মঘট প্রত্যাহার বাস চলাচল স্বাভাবিক

ভোলায় ধর্মঘট প্রত্যাহার বাস চলাচল স্বাভাবিক

বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মাসিক সভা  ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মাসিক সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ভোলার অভ্যন্তরীণ রুটে ২৪ ঘন্টা বাস ধর্মঘটে যাত্রীদের চরম ভোগান্তি

ভোলার অভ্যন্তরীণ রুটে ২৪ ঘন্টা বাস ধর্মঘটে যাত্রীদের চরম ভোগান্তি

ভোলায় ব্যতিক্রমী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম অনুষ্ঠিত

ভোলায় ব্যতিক্রমী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম অনুষ্ঠিত

মনপুরায় বেড়িবাঁধ নির্মান কাজের অগ্রগতি, অবহিতকরন ও মতবিনিময় সভা

মনপুরায় বেড়িবাঁধ নির্মান কাজের অগ্রগতি, অবহিতকরন ও মতবিনিময় সভা

কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও রোগে প্রতি ১৫ সেকেন্ডে এক শ্রমিকের মৃত্যু

কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও রোগে প্রতি ১৫ সেকেন্ডে এক শ্রমিকের মৃত্যু

মামলা দিয়ে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না: আইজিপি

মামলা দিয়ে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না: আইজিপি

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন

৮ জেলায় বজ্রপাতে নিহত ১৩

৮ জেলায় বজ্রপাতে নিহত ১৩

আরও...