অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় অসহায়দের ইফতার সামগ্রী দিলো ছাত্র লীগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২১ রাত ১০:২১

remove_red_eye

৯৮৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় করোনার কারণে লকডাউন চালাকালীন সময়ে কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্র লীগ। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ভোলার শহরের বাংলা স্কুল মোড় এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা ছাত্র লীগের উদ্যোগে প্রায় ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে ইফতার সামগ্রী পেয়ে হাসি ফুটেছে দুঃস্থ ও অসহায় মানুষের মূখে। ভোলা জেলা ছাত্র লীগ সভাপতি রাইহান আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে রোজার শুরু থেকেই  আমরা ইফতার বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছি। তিনি আরো জানান, বর্তমান করোনা কালীন সময়ে দুঃস্থ ও অসহায় মানুষ সংকটে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সভাপতি তৈয়বুর রহমান, বর্তমান জেলা ছাত্র লীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি, আমিনুল ইসলাম ইভান, সাধান সম্পাদক হাসিব মাহমুদ, যুগ্ন সাধারন সম্পাদক নেওয়াজ শরীফ কুতুব, ছাত্র লীগ নেতা আরিফ, আরমান, শান্ত রাজু, সুমনসহ প্রমূখরা।