অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা পৌরসভায় তৃতীয়বার মেয়র হলেন মনিরুজ্জামান চরফ্যাসনের মোরশেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৭

remove_red_eye

৭৩১

বাংলরকণ্ঠ প্রতিবেদক \ উৎসব মুখর পরিবেশে ভোলা সদর ও চরফ্যাসন পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো হেট্রিক বিজয়রে মধ্য দিয়ে  মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। অপর দিকে চরফ্যাসন পৌরসভায় নৌকা প্রতীকে প্রথামবার মেয়র নির্বাচিতন হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ মোরশেদ। পঞ্চম পর্যায়ে রবিবার ভোলার ২টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত মেয়ার প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির হারুন অর রশিদ ট্রুমেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট। আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলণ প্রার্থী আতাউর রহমান হাতপাখায় পেয়েছেন ১ হাজার ১০৮ ভোট।
এদিকে ভোলা পৌরসভা কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২নং ওয়ার্ডে  মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে ছালাউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে আসাদ হোসেন জুম্মান, ৫নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬নং ওয়ার্ডে মোঃ ওমর ফারুক, ৭নং ওয়ার্ডে মোঃ শাহে আলম, ৮নং ওয়াার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯নং ওয়ার্ডে মাইনুল ইসলাম শামীম, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জোছনা ইয়াছমিন, সামছুন নাহার সৌনিয়া ও রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।
 এদিকে চরফ্যাসন পৌরসভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মোঃ মোরশেদ পেয়েছেন ১৪ হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সতন্ত্র প্রার্থী শরীফ হোসেন পেয়েছেন ৭৮১ ভোট। আর ধানের শীষ প্রতীকে  বিএনপির প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির পেয়েছেন ৭৪৭ ভোট।