অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ | ৬ই বৈশাখ ১৪৩১


উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র : তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২০ রাত ১০:৩৩

remove_red_eye

৪৯৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বর্তমান সরকারের সফলতা  উল্লেখ করে বলেছেন, আজ বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি রাষ্ট্র বলেও তিনি আশা ব্যক্ত করেন।
শনিবার দুপুরে  ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে ঢাকা থেকে টেলিকনফারেন্সে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, করোনাকালিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ শুধু দেশে নয়, আন্তর্জাতিক বিশ্বেও প্রশংসিত হয়েছে। তার গৃহীত পদক্ষেপের কারনেই বাংলাদেশে করোনায় আক্রান্তের হার ও মৃত্যুর হার খুবই কম। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ভারতের চেয়ে বেশী।  আমাদের রিজার্ভ পাকিস্তানের চেয়ে বেশী।
তিনি আরো বলেন, করোনাকালিন প্রতিটি সেক্টরেই প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার গৃহীত পদক্ষেপের কারনে কেউ অনাহারে থাকেনি।  আমরা  ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।  বিভিন্ন দারিদ্রতা দূর করার জন্য নানা পদক্ষেপ নিয়েছি।  এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন একটি লোকও গৃহহীন থাকবে না।   
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে এখন শহরে রুপান্তরিত করেছে। গ্রাম এখন শহর। এই ভোলায় অনেকেই মন্ত্রী ছিলো। অনেকেই দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা যে ভাবে উন্নয়ন করেছি। যে কোন বাড়িতে গাড়ি নিয়ে যেতে পারি। ভোলা-চরফ্যাসন রাস্তা স্বাধীনতার পর আমি করেছি। আজকে ভোলাকে আমরা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পেরেছি। ভোলায় পর্যাপ্ত গ্যাস আছে। সেই গ্যাস থেকে শিল্প হবে। আমরা আশা করি ভোলা-বরিশাল ব্রীজের কাজ খুব তারা তারি হবে।   উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. খোরশেদ মাতাব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনছুরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে  লিয়াকত হোসেন মনছুরকে সভাপতি ও মো. মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
অপর দিকে বিকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মোঃ সেলিম জমাদারকে সভাপতি, মোঃ মিজানুর রহমানকে সাধারন সম্পাদক এবং মোঃ নোমান দেওয়ানকে সাংগঠনিক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি করে ঘোষণা করা হয়।





লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস: প্রধানমন্ত্রী

মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস: প্রধানমন্ত্রী

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মুজিবনগর দিবস পালন

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মুজিবনগর দিবস পালন

বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে হেডকোচ করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে হেডকোচ করলো যুক্তরাষ্ট্র

মনপুরায় দুই মৎস্য কর্মকর্তার চাঁদাবাজি ও গণধোলাইয়ের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মনপুরায় দুই মৎস্য কর্মকর্তার চাঁদাবাজি ও গণধোলাইয়ের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ভোলায় পাঁচ টাকার টিকিট ১০ টাকা রাখায় জরিমানা ৩০ হাজার

ভোলায় পাঁচ টাকার টিকিট ১০ টাকা রাখায় জরিমানা ৩০ হাজার

ভোলায় থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

ভোলায় থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

আরও...