অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলের জেল জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২০ রাত ০৯:৫১

remove_red_eye

৫৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৮ জেলের জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ভোলার মনপুরা ও চরফ্যাসন উপজেলার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, মনপুরার মেঘনা নদী থেকে ৬ জন জেলেকে প্রায় ৩০ হাজার মিটার  জাল ও এক শত পিচ মা ইলিশসহ আটক করা হয়। এছাড়াও  চরফ্যাসন উপজেলার মেঘনা নদী থেকে ১২ জনকে আটক করা হয়।  পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে ১২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড  ৬ জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি জব্দকৃত ইলিশ বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।