অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় গ্রামীণ সড়ক তদারকির দায়িত্ব পেল ৭শ’ নারী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২০ রাত ০৮:৩৬

remove_red_eye

৫৬৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গ্রামীণ সড়ক তদারকির দায়িত্ব পেল ৭২০ জন নারী। এলজিইডি অধীন  আরইআরএমপি-৩  প্রকল্পে এই সব নারীদের নিয়োগ দেয়া হয়েছে।  বৃহস্পতিবার আলীনগর চৌমুহনী এলাকায়  নারী কর্মীর কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ  আব্দুর রাজ্জাক । এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌলী সুব্রত রায় চৌধুরী, প্রকৌশলী মোঃ আবু জাফর, হিসার রক্ষক মোঃ মাইনুদ্দিন। প্রতি ইউনিয়নে ১০ জন নারী এ কাজের জন্য মনোনিত হন। এরা প্রতিদিন জনপ্রতি ২৫০ টাকা হারে ভাতা পাবেন । নির্বাহী প্রকৌশলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্মানাধিন সড়কগুলো প্রতিনিয়ত রক্ষনাবেক্ষণ করা হবে। সার্বক্ষণিক রাস্তার তদারকি থাকলে ওই সব রাস্তা দীর্ঘস্থায়ী হবে। এদিকে নারীদের দিয়ে কাজ করার জন্য উপজেলা পর্যায়ে একজন করে কমিউটিটি অর্গানাইজার রয়েছেন। তিনি কাজের মনিটরিং করছেন বলে জানান উপসহকারী প্রকৌশলী মোঃ আবু জাফর। এদিকে মনোনীত নারীরা যাতে নিয়মিত ভাতা উত্তোলন করতে পারেন এ জন্য অর্থ বরাদ্দ নিয়মিত করতেও তারা দাবি জানান নারী কর্মীরা। প্রকল্পের অর্থ বরাদ্দ কয়েক মাস পর পর আসায় বিগত দিনে প্রকল্প বাস্তবায়ন কর্মীরা নিয়মিত ভাতা পান নি বলে অভিযোগ ছিল।