অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


দৌলতখান ও চরফ্যাশনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২০ বিকাল ০৫:১৮

remove_red_eye

৬৭৫

ইসতিয়াক আহমেদ : দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় বাস চাপায় মোঃ কবির হোসেন নামে এক বৃদ্ধ পথচারির মৃত্যু হয়। অন্যদিকে একই এলাকার সৈয়দপুর ইউনিয়নের মিজিরহাট এলাকায় অটোরিকশার চাপায় লামিয়া নামে আট বছরের এক শিশুর নিহত হয়।
এছাড়া চরফ্যাশনের পৌর এলাকার কাইমুদ্দিন মোড়ে অটোরিকশার সাথে তেলের ট্যাংকারে মুখোমুখি সংঘর্ষে অটো রিক্সার ড্রাইভার দিদারুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া ওই ঘটনায় অটোরিকশার ওপর পথ যাত্রী গুরুতর আহত হয়।