অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় স্ত্রী সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২০ দুপুর ০১:২২

remove_red_eye

৭১৪

ইসতিয়াক আহমেদ : ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নে চাঞ্চল্যকর স্ত্রী শাহনাজ ও এক বছরের শিশু কন্যা সন্তান মোহনাকে হত্যার দায়ে ড্রাইভার মোঃ:বেল্লাল হোসেন কে মৃত্যুদণ্ড প্রদান করেছেন ভোলা জেলা দায়রা জজ এ বি এম মাহমুদুল হক। আদালত সূত্র জানিয়েছে ২০১৭ সালের ২ জুন তারিখে আসামির তার নিজ ঘরে ঘুমের মধ্যেই স্ত্রীকে জবাই করে হত্যা করে। এরপর তাকে কম্বল পেচিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে করে তার ছোট শিশু কন্যা আগুনে পুড়ে মারা যায়।রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আশরাফ হোসেন লাবু ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে।