অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ উদ্যোগ বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৪

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ভোলা জেলা সমন্বয় সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোলা সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়াধীন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম এর অধীনে বাস্তবায়িত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি-র বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলার সিভিল সার্জন ডা: মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ উচ্চ রক্তচাপ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও বরিশাল বিভাগীয় কর্মকর্তা এবং বরিশাল বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন। সভায় বিভাগীয় সার্ভিল্যান্স মেডিকেল অফিসার জেলা ব্যাপী বাস্তবায়নাধীন এই কর্মসূচির সার্বিক অবস্থা তুলে ধরেন।
এ সময় তিনি জানান, কর্মসূচির অধীনে জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ স্থাপিত এনসিডি কর্নারে-এ পর্যন্ত প্রায় একুশ হাজার রোগীর রক্তচাপ পরিমাপ করা হয়েছে এবং প্রায় সাড়ে চার হাজার উচ্চ রক্তচাপ এ আক্রান্ত রোগী নিবন্ধিত হয়েছে। এ সকল রোগীরা  নিয়মিত হাসপাতালের এনসিডি কর্ণার থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর ওষুধ গ্রহণ করছেন। এসব কর্ণার সমূহে বিভিন্ন প্রতিকূলতা সত্বেও নিরবিচ্ছিন্ন সেবা দান কার্যক্রম চালিয়ে নেওয়া এবং সেবাকে আরো রোগী বান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া জেলার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সেবাদান কেন্দ্র সমূহের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সক্ষমতা পর্যালোচনা করা হয়।