অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান নির্বাচন কমিশনার নজরুল হক অনু এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মো. নিজামউদ্দিন আহমেদ।
দৈনিক যুগান্তর ও গাজী টিভির জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জেলা সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, জেলা তথ্য অফিসার মোঃ নুর নবি, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন,   দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক লালসূর্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোতাসিন বিল্লাহ ।     
এসময় নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মাসুদ, বাসস ভোলা জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, দৈনিক মানব জমিন পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এড. মনিরুল ইসলাম প্রমূখ। 
এ সময় বক্তারা বলেন, পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে টেলিভিশন সাংবাদিকদের সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নতুন যাত্রার সাফল্য কামনা করেন। তারা বলেন, একটি অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে মডেল হিসেবে নিয়ে আগামীতে ভোলা প্রেসক্লাবের নির্বাচন হবে বলেও আশাবাদ জানিয়েছেন বক্তারা। 
এর আগে জেলা পুলিশ সুপার এর পক্ষ থেকে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ভোলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।